শনিবার, ৩০ মে, ২০২০, ০৪:১২:৪৩

জিয়াউর রহমানের মতো রাষ্ট্রপতি থাকলে মানুষ এত কষ্ট পেত না : মির্জা ফখরুল

জিয়াউর রহমানের মতো রাষ্ট্রপতি থাকলে মানুষ এত কষ্ট পেত না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের শি'কার হয়েছেন। বর্তমানে করোনাভাইরাস প'রিস্থিতিতে বাংলাদেশে তাঁর মতো ক্ষণজন্মা রাষ্ট্রপতি থাকলে দেশের মানুষকে এত বেশি কষ্ট পেতে হতো না।’ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সেখানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি এবং করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন দলের নেতারা।

এ সময় ফখরুল বলেন, ‘আমরা আজ বিশেষ এই দিনে চলমান সং'কট ও দু'র্দিনে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি। একই সঙ্গে গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের শপথ নিয়েছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে