রবিবার, ৩১ মে, ২০২০, ০৬:৪৩:৩৭

জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া সমন্বয় করা বাড়তি চাপ: ওবায়দুল কাদের

জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া সমন্বয় করা বাড়তি চাপ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া সমন্বয় করা বাড়তি চাপ সৃষ্টি করবে। সরকারকে যেমন যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনি পরিবহন খাতকেও সহযোগীতা করতে হবে। জনগণের তথা যাত্রীদের অর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে। এ ব্যাপারে আজই প্রজ্ঞাপন জা'রি করা হবে। 

তিনি আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বরত সকল কর্মকর্তা- কর্মচারীদের সাথে তাঁর সংসদের বাসা থেকে ভি'ডিও কনফারেন্সিং যুক্ত হয়ে একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের অর্থ নয় ছয় করা যাবে না, সকলকে যার যার দায়িত্ব যথাযথভাবে ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে হবে।

সবাই আন্তরিকতার সাথে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সং'কট কা'টিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন কার্যক্রমের কাজ থেমে গেলে জীবনের কাজও থেমে যাবে, কাজ করতে হবে নব উদ্যমে, নতুন বাস্তবতায়, প'রিবর্তিত পরিস্থিতিতে। তিনি বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ সবাইকে সৎব্যবহার নিশ্চিত করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মালিক শ্রমিক সংগঠনগুলো দেশ ও জাতির এই সং'কটকালে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নিবেন। তিনি বলেন, যে সকল প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে সেসকল প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। দেশি বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কাজ করতে হবে। শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেওয়া হয় তাও নিশ্চিত করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে