রবিবার, ৩১ মে, ২০২০, ১১:৫৭:৫১

গণপরিবহন চালু হলেও বন্ধ থাকবে সব ধরণের রাইড শেয়ারিং সেবা

গণপরিবহন চালু হলেও বন্ধ থাকবে সব ধরণের রাইড শেয়ারিং সেবা

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে উ'দ্ভু'ত পরি'স্থিতির মধ্যে গণপরিবহন চালু করছে সরকার। তবে ব'ন্ধ থাকলে উবার, পাঠাওসহ সব ধরণের রাইড শেয়ারিং সেবা। পরবর্তী নির্দে'শ না দেয়া পর্যন্ত এই সেবা ব'ন্ধ রাখতে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে নির্দে'শনা দেয়া হয়েছে। 

এর ফলে মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা আপাতত পাচ্ছেন না যাত্রীরা। রাইড শেয়ারিং অ্যাপ ব'ন্ধ রাখতে বিআরটিএ এর পক্ষ থেকে দেয়া এ নির্দে'শনা কোম্পানিগুলো পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাঠাও এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ। এর আগে মহামা'রি করোনা ভাইরাসের প্রকো'প ঠে'কাতে গণপরিবহনের পাশাপাশি গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে রাইড শেয়ারিং সার্ভিস ব'ন্ধ রাখার নির্দে'শ দিয়েছিল বিআরটিএ। যদিও পরে তা বাড়ানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে