সোমবার, ০১ জুন, ২০২০, ০৮:৪০:০৬

হাসপাতালে ভর্তি মোহাম্মদ নাসিম , করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ

হাসপাতালে ভর্তি মোহাম্মদ নাসিম , করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। নাসিম আজ সোমবার (১ জুন) সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হয়েছেন।

হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরানের নাসিমের করোনা উপসর্গ এবং ওই হাসপাতালে ভর্তি সং'ক্রান্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে,মোহাম্মদ নাসিম অধ্যাপক ডা.মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তবে চারদিন আগেও একবার তার করোনার পরীক্ষা করা হয়েছিল বলে জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) ল্যাবে করা ওই পরীক্ষার রিপোর্ট ছিল নেগেটিভ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে