বুধবার, ০৩ জুন, ২০২০, ১১:২৩:০০

জেনে নিন নাসিম ও জাফরুল্লাহর সর্বশেষ অবস্থা

 জেনে নিন নাসিম ও জাফরুল্লাহর সর্বশেষ অবস্থা

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভালো আছেন। গতকাল সকাল থেকে তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। এ মুহূর্তেই তাকে কেবিনে স্থানান্তর করা না গেলেও আপাতত আইসিইউতে রেখে হাইফ্লোতে অক্সিজেন দেওয়া হচ্ছে। 

গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী এ সব তথ্য জানান। গত সোমবার দুপুর ১২টায় মোহাম্মদ নাসিম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। রাত ৮টায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রা'ন্ত। 

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। স্ত্রী-পুত্রসহ তিনি করোনা আক্রা'ন্ত। স্ত্রী ও পুত্র ধানমন্ডির বাসায় থাকলেও নগর গণস্বাস্ব্য হাসপাতালে অবস্থান করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি গতকাল বলেন, আমার শরীর উন্নতির দিকে যাচ্ছে। তবে শ্বাসকষ্ট কিছুটা আছে। খাবারে রুচি আসছে। গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। গলা কিছুটা ব্যথা করছে। তবে আমার স্ত্রী ও পুত্রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তারা বাসায় আছে, আমি গণস্বাস্থ্য হাসপাতালে আছি। 

বিশিষ্ট শিল্পপতি আবদুল মোনেমের মৃ'ত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, তার যে দানশীলতা ছিল আশা করি তার পরিবারের সদস্যরা তা ধরে রাখবে। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে তার পরিবারের সদস্যরা মোনেম খানের মতোই অবদান রাখবে। তার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে