বুধবার, ০৩ জুন, ২০২০, ১২:৫৮:২২

করোনায় মৃ'ত্যুর দিক দিয়ে ঢাকাকে পেছনে ফেলল চট্রগ্রাম

 করোনায় মৃ'ত্যুর দিক দিয়ে ঢাকাকে পেছনে ফেলল চট্রগ্রাম

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রা'ন্ত ও মৃ'ত্যুর হিসাবে এতোদিন এগিয়ে ছিল ঢাকা। কিন্তু এই প্রথম ঢাকাকে পেছনে ফেলে এগিয়ে গেল চট্টগ্রাম। শুধু ঢাকা নয়, মৃ'ত্যুর হিসাবে চট্টগ্রাম বিভাগ মঙ্গলবার ছিল সারা দেশেই শীর্ষে।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃ'ত্যু হওয়া ৩৭ জন করোনা রোগীর ১৫ জনই চট্টগ্রাম বিভাগের। অন্যদিকে ঢাকা বিভাগে মৃ'ত্যু হয়েছে ১০ জনের, সিলেট বিভাগে চারজনের, বরিশাল বিভাগে তিনজনের, রংপুর ও রাজশাহী বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে মা'রা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, রাজধানীসহ সারাদেশে মঙ্গলবার (২ জুন) পর্যন্ত করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুবরণ করেছেন মোট ৭০৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ২৩৩ জন (৩২ দশমিক ৮৬ শতাংশ), ঢাকা বিভাগে ২০১ জন (২৮ দশমিক ৩৪ শতাংশ) এবং চট্টগ্রাম বিভাগে তৃতীয় সর্বোচ্চ ১৮৪ জন (২৫ দশমিক ৯৫ শতাংশ) মৃ'ত্যুবরণ করেছেন। সূত্র: চট্টগ্রাম প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে