বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ০৬:৩২:১৬

বাস ভাড়া বৃদ্ধি গরিব বিরোধী পদক্ষেপ : ড. আসিফ নজরুল

বাস ভাড়া বৃদ্ধি গরিব বিরোধী পদক্ষেপ : ড. আসিফ নজরুল

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, পেট্রোলের দাম আন্তর্জাতিকভাবে খুবই কমেছে। এক্ষেত্রে সরকার দেশে পেট্রোলের দাম কমিয়ে যারা বাস মালিক আছেন তাদের বলতে পারতেন এক টাকাও ভাড়া বাড়বে না। সরকার যেটা করেছে বাস মালিকদের প্রণোদনা গরিব লোকের পকেট থেকে নিয়ে দিচ্ছে। নিজেদের প্রফিট অক্ষুন্ন রেখেছে।

তিনি বলেন, সরকারের উচিৎ ছিল বাস মালিকদের বলা প্রতি দুই সিটের একটি খালি থাকবে। বিষয়টি গরিব মানুষদের প্রতি খুবই বড় অন্যায় এবং এর জন্য সরকার দায়ী।

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, প'রিস্থিতি আরো পর্যালোচনা করে কিছুদিন দেরি করে গণপরিবহন চলাচল শুরু করা যেতো। এখন যদি গণপরিবহনে অর্ধেক যাত্রী না তোলা, স্বাস্থ্য সুরক্ষা পালন না করা হয় তাহলে খুব বড় রকমের বিপদের সম্ভাবনা আছে।

তিনি বলেন, একেতো ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি হয়েছে তার ওপর কোথাও কোথাও দ্বিগুণ বাস ভাড়া নেয়ার অ'ভিযোগ পাওয়া যাচ্ছে। এটা শুধু বেআইনি নয় আমি মনে করি, এই দুর্দিনে যখন মানুষের রুজি-রোজগার কম তখন ভাড়া বাড়ানোটাই অনুচিত হয়েছে। অবিলম্বে এ বিষয়ে সরকারের ব্যবস্থা নেয়া উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে