শুক্রবার, ০৫ জুন, ২০২০, ০৮:০২:৩৭

এই দুঃসময়ে শ্রমিক ছাঁটাই কোনভাবেই মেনে নেওয়া হবে না : মান্না

এই দুঃসময়ে শ্রমিক ছাঁটাই কোনভাবেই মেনে নেওয়া হবে না : মান্না

নিউজ ডেস্ক : বছরের পর বছর ধ'রে যে শ্রমিকদেরও শ্রমকে পুঁজি করে এই  পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে, সেই শ্রমিকদের এই দুঃসময়ে কর্মহী'ন করা কোনভাবেই মেনে নেওয়া যায় না। কোনো অ'যুহাতেই পোশাক শ্রমিকদের ছাঁটাই করা যাবে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের পোশাক খাতের কাঁচামাল প্রধানত আমদানি নির্ভর। অর্থাৎ আমরা পোশাক শিল্প থেকে যা আয় করি তা শুধুমাত্র পোশাক শ্রমিকদের শ্রমের মূল্য। কিছু অর্ডার বাতিল হয়েছে, সেই বাতিল অর্ডারের কিছু আবার ফিরেছে। হয়তো আরো ফিরবে।

তিনি বলেন, চলতি বছরে পোশাক শিল্পের আয় ২৩ বিলিয়ন ডলার। এর মধ্যে ৩.১ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছিল যার ২৬ শতাংশ এখন পর্যন্ত ফেরানো গেছে। এত বছর ধরে যে শ্রমিকদের শ্রম বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতি অ'গ্র'সর হয়েছে এবং মালিকেরা ধনী থেকে ধনকুবের হয়েছেন, সেই শ্রমিকদের এই মহামা'রির সময়ে ছাঁ'টাইয়ের ঘোষণা দেওয়ার তী'ব্র প্রতি'বাদ এবং নি'ন্দা জ্ঞাপন করছি।

বিজিএমইএ সভাপতিকে ধন্যবাদ জানাই শ্রমিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করার জন্য। আশা করি, স্বাস্থ্যের পাশাপাশি শ্রমিকদের জীবিকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে উ'দ্ভূ'ত পরি'স্থিতি সমাধান করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে