শনিবার, ০৬ জুন, ২০২০, ০৯:০৭:৪৭

করোনার কারণে জোন ভাগ হলে বাংলাদেশের চেহারা কেমন হবে?

করোনার কারণে জোন ভাগ হলে বাংলাদেশের চেহারা কেমন হবে?

নিউজ ডেস্ক : দেশে এখন পর্যন্ত শনা'ক্ত প্রায় ৬০ হাজার করোনা আক্রা'ন্তের ৫০ ভাগই রাজধানীতে। বিভাগের মধ্যে বেশি প্রায় ২০ ভাগ আক্রা'ন্তই ঢাকায়, সবচেয়ে কম বরিশালে। ৫০ জনের কম আক্রা'ন্ত জেলার সংখ্যা ১১ আর ৫০০ থেকে ২ হাজারের বেশি আছে এমন জেলা অন্তত ৮টি। 

এমন পরি'স্থিতিতে জোন হিসেবে এলাকা ভাগ করার সিদ্ধান্তকে দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা দ্রুত বাস্তবায়নের আশাবাদ প্রশাসনের। ৮ মার্চ শনা'ক্ত হবার পর ক্রমেই বাংলাদেশে আ'গ্রা'সী ভূমিকায় কোভিড-১৯ বা করোনা ভাইরাস। দিন বাড়ার সাথে বেড়েছে পরীক্ষা, বাড়ছে শনা'ক্তের সংখ্যা। মা'রা যাবার তালিকা হাজারের কাছাকাছি।

এমন পরি'স্থিতিতে করোনায় শনা'ক্ত ও মৃত্যুর সংখ্যা অনুপাতে দেশের এলাকাগুলোতে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার। পরিসংখ্যান বলছে, দেশের মোট আক্রা'ন্তের প্রায় ৫০ ভাগই রাজধানীতে। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি আ'ক্রা'ন্তও ঢাকায়। সর্বোচ্চ নারায়ণগঞ্জে, সবচেয়ে কম টাঙ্গাইল। আ'ক্রা'ন্তের দিক থেকে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। জেলায় এখন পর্যন্ত শনা'ক্ত আড়াই হাজারেরও বেশি। 

করোনা কালের প্রথমদিকে শনা'ক্তহী'ন থাকা বান্দরবান ও খাগড়াছড়িতে এখন পর্যন্ত আ'ক্রা'ন্ত ৪০। চার জেলার বিভাগ সিলেটে হাজারের নিচে রয়েছে আ'ক্রা'ন্তের সংখ্যা। সবচেয়ে বেশি প্রায় ৫০০ শনা'ক্ত বিভাগীয় শহর সিলেটে। রংপুর বিভাগের ৮ জেলায় শ'না'ক্ত হয়েছেন করোনা রোগী। মোট সংখ্যা হাজারেরও বেশি। সর্বোচ্চ রংপুর জেলায়, কম আ'ক্রা'ন্ত লালমনিরহাটে। সে তুলনায় খুলনায় আ'ক্রা'ন্তের হার কম। ১০ জেলার এ বিভাগে আ'ক্রা'ন্ত ৭০০। গড়ে একশ'রও কম শনা'ক্ত প্রতিটি জেলায়।

ছোট বিভাগ হলেও ময়মনসিংহে শনা'ক্তের হার বেশি। একশ'রও নিচে শেরপুর জেলায় কিন্তু বাকি তিন জেলার মধ্যে ময়মনসিংহে প্রায় ৫০০-সহ মোট সংখ্যা হাজারের বেশি। ৮ বিভাগের মধ্যে সবচেয়ে কম করোনা আ'ক্রা'ন্ত হয়েছে বরিশালে। বিভাগীয় জেলা ছাড়া বাকি সবগুলোতে শনা'ক্তের সংখ্যা একশ'র নিচে আছে এখনও। 

উত্তরের বিভাগ রাজশাহীতেও হা'না দিয়েছে কোভিড ১৯। তবে এখানে ব্যতিক্রম হল বিভাগীয় শহরের তুলনায় বগুড়া জেলায় শনা'ক্ত বেশি। রাজশাহীতে ১০০-এর নিচে থাকলেও অন্তত ৩টি জেলায় দুইশ ছুঁইছুঁই। জোন ভাগ হলে কেমন চেহারা হবে বাংলাদেশের? পুরোটাই লাল হবে, না হলুদ থাকবে কিছু।  

গ্রিন জোন ঘোষণার কোন অবস্থায় কি আছে? স্বাস্থ্য অধিদফতর বলছে, জোন প্রক্রিয়ায় করোনা মোকাবেলায় সুবিধা পাবে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, কার্যকর পন্থা বাস্তবায়ন করতে না পারলে লাল জোন কখনোই সবুজ হবে না। সূত্র: চ্যানেল২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে