রবিবার, ২৮ জুন, ২০২০, ০৮:৩৩:২৩

করোনা হলে মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

করোনা হলে মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ''করোনার এমন সং'ক্র'মণ, কাছের মানুষ দূরে চলে যায়, মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যায়।'' আজ রবিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোগীর মৃত্যুর তিন ঘণ্টা পর মৃ'তদেহ থেকে সং'ক্র'মণ ছড়ানোর সুযোগ নেই, এ রোগ অ'ভিশা'প নয়, নিজেকে সুর'ক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে দাফন-কাফন করতে পারে আপনজনরা।

মা-বাবা কিংবা স্বামী-স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না, এগুলোকে 'করুণ মর্মস্পর্শী' উল্লেখ করে তিনি বলেন, পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয় মানুষের স্পর্শহী'নতায়, মমতার বন্ধ'নহী'ন এসব দৃ'শ্য।

সরকারি হাসপাতালসহ চিকিৎসাবিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার নয়, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়, সরকার এ সং'কটে এমন চর্চাকে নিরুৎসা'হিত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে