বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৫:৩০:৫৭

করোনার মধ্যেই টিএসসিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘ'র্ষ

করোনার মধ্যেই টিএসসিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘ'র্ষ

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস প্রাদু'র্ভাব পরি'স্থি'তিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সং'ঘ'র্ষের ঘ'টনা ঘ'টেছে। এতে উভয়পক্ষেই হ'তাহ'ত হয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টিএসসিতে ছাত্রদলের এক নেতার অবস্থান করা কেন্দ্র করে এই সং'ঘ'র্ষের ঘ'টনা ঘ'টে বলে জানা গেছে।

উভয়পক্ষেই তিনজন করে মোট ছয়জন আহ'ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে ছাত্র সংগঠন দুটি। জানা যায়, বুধবার রাতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ চৌধুরী ও তার বান্ধবী মানছুরা একটি প্রাইভেটকারে করে টিএসসিতে আসেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের জসীমউদদীন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ইমাম হাসান তাকে সেখানে বসতে নিষে'ধ করেন। এবং সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে উভ'য়ের মধ্যে কথা কা'টাকা'টি হয়। পরে উভয়পক্ষের নেতাকর্মীরা সং'ঘ'র্ষে জড়িয়ে পড়েন।

সদ্যসাবেক ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ''আমি একশ দিনের মতো টিএসসিতে সাধারণ ছি'ন্নমূল মানুষকে খাবার দিয়ে আসছি। দলমত নির্বিশেষে সবারই প্রশংসা কুড়িয়েছি। কিন্তু গতকাল যা ঘ'টেছে, এটি উদ্দে'শ্যমূলকভাবে করেছেন ছাত্রদলের নেতারা। আপনি জেনে দেখুন, বিগত একশ দিন আমি এখানে খাবার দিয়ে আসছি। আমি কিংবা আমার সহযোগীরা কারও সঙ্গে এতটুকু খা'রাপ আচরণ করছে কিনা। যখন সফলতার সঙ্গে একশ দিন পূর্ণ করলাম, তখনই ছাত্রদলের নেতাকর্মীদের, আমাকে বি'ত'র্কি'ত করতে পরিক'ল্পি'তভাবে এমনটি করেছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে