রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৪:৪৭:৪৮

আমাদের কিট নিয়ে ঔষধ প্রশাসন পজিটিভ: গণস্বাস্থ্য কেন্দ্র

আমাদের কিট নিয়ে ঔষধ প্রশাসন পজিটিভ: গণস্বাস্থ্য কেন্দ্র

নিউজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট নিয়ে ঔষধ প্রশাসন অধিদফতরে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে পজিটিভ বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

রোববার বিকালে ঔষধ প্রশাসন অধিদফতরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে এসে এ তথ্য জানান তিনি। এর আগে দুপুর ১২টার দিকে ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও কিট উন্নয়ন দলের কয়েকজন বিজ্ঞানী ঔষধ প্রশাসন অধিদফতরে যান।

মিটিং শেষে মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ''তাদের সঙ্গে কথা হয়েছে। কিট নিয়ে আমরা আশাবাদী। খুব শিগগির আমরা উদ্ভাবিত কিট সরবরাহ করতে পারব বলে আশাবাদী।'' এর আগে সকালে মুহিব উল্লাহ জানিয়েছিলেন, আলোচনার জন্য আমরা আবেদন করেছিলাম। তারা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দিয়েছেন। অ্যা'ন্টিব'ডি কিট ফল প্রকাশপরবর্তী বৈঠকের জন্য আমাদের ডাকা হয়েছে।

গণস্বাস্থ্যকে ঔষধ প্রশাসন অধিদফতরে ডাকার বিষয়টি জাতীয় ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টুও জানিয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর চৌধুরী কিটের বিষয়ে সরকারি এ প্রতিষ্ঠানটি পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি দেবে বলে আশাবাদী বলে জানান মিন্টু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে