রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৪:৫৩:২২

সামনে তিনটি চ্যালেঞ্জ, সরকারকে এগুলো মোকাবেলা করতে হচ্ছে : কাদের

সামনে তিনটি চ্যালেঞ্জ, সরকারকে এগুলো মোকাবেলা করতে হচ্ছে : কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ''সামনে তিনটি চ্যালে'ঞ্জ। সরকারকে এই তিনটি চ্যালে'ঞ্জ মো'কাবেলা করতে হচ্ছে।'' রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

তিন চ্যালে'ঞ্জের বিষয়ে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রথমত করোনার সং'ক্র'মণ রো'ধ ও অসহায় মানুষের নিরা'পত্তা। দ্বিতীয়ত দেশের বন্যাকবলিত ১২ জেলার মানুষের সুর'ক্ষা। তৃতীয়ত আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভিড় এড়ানো।

সেতুমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের মানুষের অবা'ধ চলাচল ও ভিড় সং'ক্র'মণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন ঈদুল আজহায় এ সমাগম ও ভিড় এড়ানোয় যে কোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে সচেতন ও সাব'ধান হয়ে আসন্ন ঈদে যাতে সং'ক্র'মণ না বাড়ে সে বিষয়ে ল'ক্ষ্য রাখতে হবে নিজেদের বেঁচে থাকার স্বার্থেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে