রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৯:০২:৩৫

দেশে শেষ ১৩ দিনে করোনায় ৫০০ মৃত্যু

দেশে শেষ ১৩ দিনে করোনায় ৫০০ মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে ৮ মার্চ থেকে প্রথম করোনা ভাইরাস শনা'ক্ত হয়। এরপর ধী'রে ধী'রে সারা দেশে সং'ক্র'মণ ছড়িয়ে পড়ে। দিনে দিনে শনা'ক্তের পাশাপাশি মৃত্যুও বাড়তে থাকে। দেশে করোনা শনা'ক্ত হওয়ার ৭৯ দিনের মাথায় মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়ায়। আর পরের ৪১ দিনে মৃত্যু ছাড়িয়ে যায় আরও দেড় হাজার।

দেশের করোনা পরি'স্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত প্রকা'শিত তথ্য বিশ্লে'ষণ করে এমনটাই দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ রোববার পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন ২ হাজার ৫২ জন। দেশে করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। আর আজ রোববার মা'রা গেছেন ৫৫ জন। আর একদিনে সর্বোচ্চ ৬৪ জন মা'রা গেছেন গত ৩০ জুন।

দেশে করোনা সং'ক্র'মণের পর প্রথম ৫০০ মৃত্যু পার হতে লেগেছিল ৭৯দিন। এরপর ১৬ দিনে দ্বিতীয় ৫০০, ১২ দিনে তৃতীয় ৫০০ ও ১৩ দিনে চতুর্থ ৫০০ মানুষের মৃ'ত্যু হলো করোনায়। করোনা আক্রা'ন্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার নতুন শনা'ক্ত রোগী যুক্ত হচ্ছে। এত মানুষের যথাযথ চিকিৎসা দিতে না পারায় মৃত্যু বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে