রবিবার, ০৫ জুলাই, ২০২০, ১০:১২:৩৫

কোয়ারেন্টিন শেষে ২১৯ প্রবাসীকে পাঠানো হলো কারাগারে

কোয়ারেন্টিন শেষে ২১৯ প্রবাসীকে পাঠানো হলো কারাগারে

নিউজ ডেস্ক : কুয়েত, কাতার ও বাহরাইন থেকে আসা ২১৯ জনকে পুলিশি আবেদনের পরিপ্রে'ক্ষিতে জেলে পাঠিয়েছেন আদালত। তারা উত্তরা দিয়াবাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দেশের ভা'বমূ'র্তি ক্ষু'ণ্ন করার জন্য সলাপরামর্শ করছিলেন বলে অ'ভিযো'গ উঠেছে। আজ রোববার মুখ্য মহানগর হাকিম আদালত দেশে ফেরত এই প্রবাসীদের কারাগারে পাঠান। 

আদালতকে বলা হয়, পুলিশ গো'পন সূ'ত্রে ওই সলাপরামর্শের খবর জানতে পেরেছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাক্বীন বলেন, এই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অ'পরা'ধে সা'জা খা'টছিলেন। করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের কারণে তাদের মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। এখন তাদের বি'রু'দ্ধে ওঠা সব অ'ভিযো'গ খ'তিয়ে দেখা হচ্ছে।

তবে আদালত সূ'ত্রে জানা গেছে, তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ তার আবেদনে বলেছেন, এই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে নানা অ'পক'র্মে লি'প্ত ছিলেন। বিভিন্ন মেয়াদে তাদের সা'জাও হয়েছিল। দেশে আসার পর তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখা হয়। এ সময় বিভিন্ন দলে বিভ'ক্ত হয়ে তারা দেশের ভাবমূর্তি ক্ষু'ণ্ন করার জন্য সলাপরামর্শ করছিলেন বলে গো'পন সূত্র খবর পাওয়া যায়। 

তাদের ছেড়ে দিলে দেশে চু'রি-ডা'কাতি বাড়তে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। তদ'ন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আ'টক রাখার আবেদন জানানো হয়। জানা গেছে, দেশে ফিরে আসা ২১৯ জনের মধ্যে কুয়েত থেকে এসেছেন ১৪১ জন, কাতার ও বাহরাইন থেকে এসেছেন ৩৯ জন করে। তাদের ফৌ'জদারি কার্য'বিধির ৫৪ ধা'রায় আ'টক দেখানো হয়েছে। এই ধা'রায় গ্রে'প্তারের ক্ষেত্রে পুলিশ বিনা পরো'য়ানায় ম্যা'জিস্ট্রেটের আদে'শ ছাড়াই নয়টি সুনি'র্দিষ্ট অ'ভিযো'গের ভিত্তিতে যে কাউকে গ্রে'প্তার করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে