বুধবার, ০৮ জুলাই, ২০২০, ১০:২৯:০৫

চলতি সপ্তাহ শেষে বড় বন্যার শ'ঙ্কা, প্লাবিত হতে পারে ঢাকাও!

চলতি সপ্তাহ শেষে বড় বন্যার শ'ঙ্কা, প্লাবিত হতে পারে ঢাকাও!

নিউজ ডেস্ক : আগামী এক বা দুদিনের মধ্যে উজানে ভারি বৃষ্টিপাত হবে। এর প্রভাবে চলতি সপ্তাহ শেষে আরো বড় বন্যার শ'ঙ্কা তৈরি হয়েছে। যা এক মাসের বেশি সময় অবস্থান করতে পারে। যার প্রভাব ঢাকা মহানগরীতেও পড়তে পারে। মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

চলমান বন্যা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আগামী এক বা দুদিনের মধ্যে ভারতের আসাম, মেঘালয়সহ উজানে ভারি বৃষ্টিপাত হবে। যার পানি আবারও চাপ বাড়াবে দেশের প্রধান নদীগুলোতে। এর প্রভাবে আগামী শুক্রবার থেকে দীর্ঘমেয়াদি ও বড় ধরনের বন্যার শ'ঙ্কা তৈরি হয়েছে। যা এক মাসের বেশি সময় অবস্থান করতে পারে।

আরিফুজ্জামান আরো জানান, ঢাকা মহানগরীর পূর্ব দিকে শহররক্ষা বাঁধ না থাকায় পানির চাপ বেশি হলে ডেমরা, বনশ্রীসহ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশ'ঙ্কা রয়েছে। এ ছাড়া ড্রেনের তুলনায় নদীর পানির উচ্চতা বাড়লে নগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঢাকার আশপাশের বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি ইতোমধ্যে বেড়েছে। ঢাকার দোহার ও মুন্সিগঞ্জের নিম্নাঞ্চলে এরই মধ্যে বন্যার প্রভাব পড়েছে। আসন্ন বন্যা ঢাকার নিম্নাঞ্চল ও নারায়ণগঞ্জ প্লাবিত হওয়ার শ'ঙ্কা অনেক বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে