রবিবার, ১২ জুলাই, ২০২০, ১২:৪৮:৪২

বিশ্বকে হতবাক করলো করোনার এই আবিস্কার

বিশ্বকে হতবাক করলো করোনার এই আবিস্কার

নিউজ ডেস্ক : বিশ্বকে হতবাক করলো করোনার এই আবিস্কার!করোনাভাইরাসের সং'ক্রমণ রো'ধে ‘নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি’ উদ্ভাবন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) গবেষকবৃন্দ। তাদের দাবি, করোনা রোগীর শয্যার উপর স্থাপিত তাবু সদৃশ এই যন্ত্র জীবা'ণুযুক্ত বাতাসকে পরিশোধন করতে পারে। ফলে করোনা সং'ক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ত'থ্য জানিয়েছেন গবেষক দলের তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও বর্তমানে অনারারি অধ্যাপক খোন্দকার সিদ্দিকী-ই-রব্বানী। এতে যু'ক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়াসহ সংশ্লিষ্ট গবেষকবৃন্দ।

সংশ্লিষ্ট গবেষকদের মতে, ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ কেবলমাত্র একটি বিছানার উপরে একজন রোগীকে আলাদা করে রাখবে। তাছাড়া এটির চার দিকের পর্দা স্বচ্ছ ও উঁচু হওয়ায় রোগী কোনো রকম অস্ব'স্তি বোধ করবে না। বিদেশের যন্ত্রে ক্যানোপির ভিতরের বাতাসের জীবা'ণু ও ভাইরাসকে কেবলমাত্র বিশেষ ধরণের হেপা ফিল্টার দিয়ে যতটা সম্ভব আ'টকিয়ে রেখে পরিশো'ধিত বাতাস আবার হাসপাতালের কক্ষে ছে'ড়ে দেয়া হয়। এ গবেষক দলের ডিজাইনে হেপা ফিল্টারের সাথে বাড়তি আছে আলট্রাভায়োলেট আলোর প্রযুক্তি যার মাধ্যমে প্রথমেই সব জীবা'ণু ও ভাইরাস ধ্বং'স করে ফে'লা হয়। তাই এর গুণগত মান একই উদ্দেশ্যে তৈরি পৃথিবীর অন্যান্য যে কোন যন্ত্র থেকে উন্নত। এর দামও হবে বিদেশের একই ধরণের যন্ত্রের থেকে অনেক কম। তাছাড়া দেশে তৈরি বিধায় সহজে মেরামতের গ্যারান্টিও থাকবে। এছাড়া করোনাভাইরাস আক্রা'ন্ত রোগীকে আনা নেওয়া করার জন্য অ্যাম্বুলেন্স বা স্ট্রে'চেয়ারেও এটি স্থাপন করা যাবে বলে জানান গবেষকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে