রবিবার, ১২ জুলাই, ২০২০, ০৩:৪৯:৫৪

করোনা পরীক্ষা ছাড়াই ভু'য়া রিপোর্ট, ডা. সাবরিনা গ্রে'ফতার

করোনা পরীক্ষা ছাড়াই ভু'য়া রিপোর্ট, ডা. সাবরিনা গ্রে'ফতার

নিউজ ডেস্ক : করোনা পরীক্ষা ছাড়াই ভু'য়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর পর এবার তার স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরীকেও গ্রে'ফতার করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এর কার্যালয়ে সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক সাবরিনার দাপটেই আরিফ চৌধুরী করোনা পরীক্ষার অনুমতি বাগিয়ে নেন স্বাস্থ্য অধিদফতর থেকে- এমন অভি'যোগ রয়েছে। জেকেজির চেয়ারম্যান হিসেবে সব যোগাযোগ রক্ষা করতেন সাবরিনাই।

সাবরিনার আগে করোনার রিপোর্ট কেলে'ঙ্কারির ঘটনায় গ্রে'ফতার হন জেকেজির আরিফসহ ছয়জন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক হিসেবে চাকরিতে থেকেই জেকেজির চেয়ারম্যান পদে ছিলেন ডা. সাবরিনা। তাদের এক ল্যাপটপেই পাওয়া গেছে ১৫ হাজারেরও বেশি করোনার ভু'য়া  টেস্ট রিপোর্ট। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে