রবিবার, ১২ জুলাই, ২০২০, ১০:১৬:০৬

রিকশা-ভ্যানের ভু'য়া লাইসেন্সের ব্যবসাও করতেন সাহেদ করিম

রিকশা-ভ্যানের ভু'য়া লাইসেন্সের ব্যবসাও করতেন সাহেদ করিম

নিউজ ডেস্ক : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম করোনা পরীক্ষার ভু'য়া রিপোর্ট দেওয়াসহ রিকশা ও ভ্যানের ভুয়া লাইসেন্স দেওয়ার ব্যবসাও করতেন। শনিবার উত্তরায় প্রধান শাখায় অভি'যান চালিয়ে রিকশা-ভ্যানের ভু'য়া লাইসেন্স উ'দ্ধার করে র‍্যাব। লাইসেন্সগুলোতে ইস্যু দানকারী হিসেবে সাহেদের নাম নম্বর থাকতো।

রবিবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, করোনার ভু'য়া রিপোর্ট থেকে শুরু করে রিজেন্টের মালিক সাহেদ ভু'য়া রিকশা ও ভ্যানের লাইসেন্স দেওয়ার ব্যবসা করতেন। 

শনিবার রিজেন্টের উত্তরায় প্রধান শাখায় অভি'যান চালিয়ে পাঁচশ অধিক রিকশা ও দুইশ মতো ভ্যানের ভু'য়া লাইসেন্স উ'দ্ধার করা হয়। লাইসেন্সগুলোতে ইস্যু দানকারী হিসেবে সাহেদের নামসহ নম্বর ছিল। ভু'য়া লাইসেন্স দেওয়া সেই যানবাহনগুলো তুরাগ রানাভোলা এলাকায় চলাচল করতো। প্রতি লাইসেন্স বানানোর জন্য দুই হাজার করে টাকা নিতেন ও সেই লাইসেন্সগুলো প্রতি মাসে নবায়ন করার জন্য  পাঁচশত টাকা করে নিতেন।

রিকশা-ভ্যানের ভু'য়া লাইসেন্সগত ৬ জুলাই (সোমবার) নানা অনিয়ম, প্র'তারণা, সরকারের সঙ্গে চুক্তি ভ'ঙ্গ ও করোনা পরীক্ষার ভু'য়া রিপোর্ট ও সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভি'যোগে রিজেন্ট গ্রুপের দু’টি হাসপাতালে অভি'যান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অভি'যানের নের্তৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে