সোমবার, ১৩ জুলাই, ২০২০, ০৬:৩৯:৩৯

দুর্নীতির সঙ্গে এক ঘণ্টাও থাকতে চাই না, সাফ জানিয়ে দিলেন স্বাস্থ্যসচিব

দুর্নীতির সঙ্গে এক ঘণ্টাও থাকতে চাই না, সাফ জানিয়ে দিলেন স্বাস্থ্যসচিব

নিউজ ডেস্ক : সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যা জেনারেল হাসপাতালসহ করোনা রোগীদের চিকিৎসায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, দুর্নীতির বিরু'দ্ধে প্রতিদিনই কোনো না কোনো উদ্যোগ আমরা গ্রহণ করছি। স্বাস্থ্য আধিদপ্তরের ডিজির কাছে ব্যাখা চাওয়া হয়েছে। রোববারও একজন প্রফেসরকে বরখা'স্ত করার কথা জানিয়ে তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সঙ্গে যারা অপ'রাধ করেছেন তাদের কাউকে ছা'ড় দেয়া হচ্ছে না।স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো জায়গায় অনি'য়ম দুর্নী'তির কোনো ত'থ্য প্রমাণ পেলে কাউকে ছা'ড় দেয়া হবে না আবারো হুঁ'শিয়া'রি দেন তিনি।

স্বাস্থ্যসচিব আরো বলেন, প্রধানমন্ত্রী দু'র্নীতির বিরু'দ্ধে জি'রোট'লারে'ন্স ঘো'ষণা দিলেও ত'থ্য-উপা'ত্ত এবং উপযু'ক্ত প্রমাণ পেতে অনেক সময় কিছুটা বিল'ম্ব হয়। তবে দেশের সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে কোনো ধরনের দু'র্নীতির অভি'যোগ পেলে কাউকে ছা'ড় দেয়া হবে না। সাথে সাথে ব্যবস্থা নেয়াসহ বেসরকারি প্রতিষ্ঠান সি'লগা'লা করে দেয়ার হুঁ'শি'য়ারিও দেন তিনি।

স্বাস্থ্যসচিব বলেন, স্বাস্থ্যখাতকে দু'র্নীতিমু'ক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দু'র্নীতি দমন কমিশন তৎ'পর রয়েছে। আমরা চাই সত্য বে'রিয়ে আসুক এবং আমরা সত্যের সাথেই থাকতে চাই।

ব্রিফিং শেষে স্বাস্থ্যসচিব সদর জেনারেল হাসপাতালে জরুরি সভায় অংশ নেন। পরে নগরীর খানপুরে সরকারি করোনা চিকিৎসা কেন্দ্র ৩শ’ শয্যা হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা হাসপাতাল পরিদর্শন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে