মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ০৪:০৪:১২

রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে জানতাম না : স্বাস্থ্যমন্ত্রী

রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে জানতাম না : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, রিজেন্ট হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হিসেবে চুক্তির বিষয়ে আমি জানতাম না। আজ মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের ডিজির অনুরোধে  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।

২১ মার্চ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কক্ষে রিজেন্ট হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর মাধ্যমে রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকে (উত্তরা ও মিরপুর) কোভিড চিকিৎসার দায়িত্ব প্রদান করা হয়। এখন জানা যাচ্ছে, হাসপাতালটির এ বিষয়ে তেমন সক্ষমতা ছিল না। সেখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই দেওয়া হতো সনদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে