বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১১:২৩:৫৩

শাহেদকে নয় দিন ধরে অনুসরণ করে র‍্যাব

শাহেদকে নয় দিন ধরে অনুসরণ করে র‍্যাব

নিউজ ডেস্ক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্র'তারক শাহেদকে নয় দিন ধরে অনুসরণ করে র‍্যাব। এরপরেই তাকে গ্রে'ফতারে সক্ষম হয় তারা। র‍্যাবের এডিজি অপারেশন কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বুধবার (১৫ জুলাই) সকালে পুরাতন বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে মোহাম্মদ শাহেদের কাছাকাছি কয়েকবার পৌঁছানো সম্ভব হলেও তাকে গ্রে'ফতার করা যায়নি।  

তিনি বলেন, ‘গত ৯ দিন ধ'রে আমরা তাকে ফলো করেছি। কিন্তু তিনি ঘন ঘন জায়গা পরিবর্তন করছিলেন। এজন্য কয়েকবার আমরা তার খুব কাছাকাছি যাওয়ার পরও ধ'রতে পারিনি। এছাড়া সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে দিলেছিল। অবশেষে বুধবার ভোররাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে গ্রে'ফতার করা হয়।’  

র‌্যাব আরো জানায়, করোনা টেষ্টের ভু'য়া রিপোর্টের মা'মলা সহ ৫৯ টি মা'মলা রয়েছে শাহেদের বি'রুদ্ধে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাবের গাড়িবহরটি সদর দপ্তরে পৌঁছায়। সকাল ৯টা ১০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমাবন্দর থেকে এক গাড়িতে করে তাকে নিয়ে রওয়ানা দেয় র‌্যাব। 

এর আগে, ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রে'ফতার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে