বুধবার, ১৫ জুলাই, ২০২০, ০১:৫১:৩৬

ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির বাগেরহাট থেকে আট'ক

ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির বাগেরহাট থেকে আট'ক

নিউজ ডেস্ক : বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের সুকানি মো. নাসির মৃধাকে (৪০) আট'ক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সদর দপ্তর।  এর আগে বুধবার ভোর পৌনে ৪টার দিকে বাগেরহাটের বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে তাকে আট'ক করা হয়।

নাসির মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার মো. শাহজাহান মৃধার ছেলে এবং ময়ূর-২ লঞ্চের মাস্টারের সহযোগী (সুকানি) হিসেবে কাজ করতেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৯ জুন মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চের ধা'ক্কায় বুড়িগঙ্গায় ডুবে যায় ময়ূর-২ লঞ্চ। এতে ৩৪ জনের মৃ'ত্যু ঘটে। এ সময় লঞ্চটির মাস্টার আবুল বাশার মোল্লার জায়গায় সুকানি নাসির মৃধা চালাচ্ছিলেন লঞ্চ। অভি'যোগ উঠেছে, মাস্টারের বদলে সুকানি লঞ্চ চালানোর দায়িত্বে থাকায় এত বড় নৌ-দু'র্ঘট'না ঘটেছে। র‍্যাব-৮ এর দলটি গোয়েন্দা তথ্যের ভি'ত্তিতে নাসির মৃধার অবস্থান জানতে পেরে বুধবার ভোরে বাগেরহাট জেলার বন্দর এলাকায় অভি'যান চালান। এ সময় বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে সুকানি মো. নাসির মৃধাকে গ্রে'প্তার করা হয়।

বরিশাল র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম জানান, লঞ্চ দু'র্ঘ'টনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মা'মলা হয়েছে। ওই মা'মলার ৬ নম্বর আসামি সুকানি মো. নাসির মৃধা। তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হ'স্তান্ত'র করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে