বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ০৫:২৯:২৪

প্র'তারণা সফল করতে নিজের মাকেও যেভাবে জড়ালেন শাহেদ

প্র'তারণা সফল করতে নিজের মাকেও যেভাবে জড়ালেন শাহেদ

নিউজ ডেস্ক : টকশো, প্রভাবশালী ব্যক্তিদের নাম ভা'ঙানো আর হাসপাতাল ব্যবসা ব্যবহার করেই ওপরে উঠে আসেন মো. শাহেদ ওরফে শাহেদ করিম। বিভিন্ন স্থানে সুবিধাজনক পরিচয় দিতেন শাহেদ করিম। কখনো তিনি নিজেকে আমলা, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রী-নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোলা ছবি ব্যবহার করে তিনি নিজেকেও প্রভাবশালী বলে তুলে ধরতেন।

শুধু তাই নয়, শাহেদ করিম বিভিন্ন নামে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ব্যাংকগুলোর বিভিন্ন নথিপত্র অনুযায়ী জানা যায়, তার প্রকৃত নাম শাহেদ করিম। বাবা সিরাজুল করিম ও মা ‘মাফিয়া’ করিম। আবার কোনো ব্যাংকে মায়ের নাম ‘সাফিয়া’ করিম হিসেবেও উল্লেখ করেছেন। তার ঠিকানা ঢাকার আসাদ গেটের ১০৮/১ আসাদ অ্যাভিনিউ।

করোনাভাইরাস পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ নানা প্র'তারণার অ'ভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের বিরু'দ্ধে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মা'মলা করে র‌্যাব। সেই মা'মলায় তাকে গ্রে'ফতার করা হয়। এ মা'মলায় গ্রেফ'তার হয়ে কারাগারে আছেন মোট আটজন।

এ মামলায় বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত পাড়ি দেয়ার সময় অবৈধ অ'স্ত্রসহ তাকে গ্রে'ফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার বিরু'দ্ধে দেবহাটা থানায়ও অ'স্ত্র আইনে মা'মলা দায়ের করা হয়েছে।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভি'যান চালায় র‌্যাব। পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট ও সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্র'তারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল হাসপাতালটি। পরে ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতালের দুই শাখা ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে