শনিবার, ০১ আগস্ট, ২০২০, ০১:৪০:৩২

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

নিউজ ডেস্ক : স্বাস্থ্যবি'ধি মেনে বঙ্গভবনে ঈদের নামাজ পড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাভাইরাসের কারণে এবারও জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়নি। এ কারণে সকালে তিনি বঙ্গভবনের দরবার হলে সালাত আদায় করেন।

এ সময় পরিবারের সদস্য এবং কয়েকজন কর্মকর্তাদের নিয়ে তিনি ঈদুল আজহার নামাজ পড়েন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীল। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস ও বন্যায় ডুবে যাওয়া বিস্তীর্ণ জনপদের প্রতিকূলতা ঠেলেই উদযাপিত হয়েছে ঈদুল আজহা। এত প্রতিকূলতা সত্ত্বেও ঈদের আনন্দে নিজেদের রঙিন করার যেন অন্ত নেই কারও। সাধ্য অনুযায়ী কোরমা পোলাও, রেজালা, রোস্ট, খিচুড়ি ছাড়াও বিভিন্ন ধরনের নাস্তা, পিঠা-পুলির আয়োজন হয়েছে ঘরে ঘরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে