শনিবার, ০১ আগস্ট, ২০২০, ০৭:১৩:১৫

শহরটিকে রক্ষা করতে হলে মানসিকতা পরিবর্তন করতে হবে: আতিক

শহরটিকে রক্ষা করতে হলে মানসিকতা পরিবর্তন করতে হবে: আতিক

ঢাকা : কোরবানির ব'র্জ্য ফেলার স্থান নির্ধারণ করে দিলেও কেউই ওই স্থানে ব'র্জ্য ফেলছেন না বলে অ'ভিযো'গ তুলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে মেয়র এ অভিযোগ তোলেন।

ডিজিটাল স্লটারিং হাউজে এবার ৪০০ গরু কোরবানি দেয়া হয়েছে বলে জানান আতিক। তিনি বলেন, এটি খুবই চ্যা'লে'ঞ্জিং ছিল। ডিএনসিসির ইতিহাসে এবারই এভাবে গরু কোরবানি দেয়া হয়েছে। অনেকটা হ'তা'শা প্রকা'শ করে মেয়র বলেন, এবার ঈদের ব'র্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমি কয়েকটি স্থান দেখে এসেছি। কিন্তু কেউই ওই স্থানে আসছেনও না, বর্জ্যও ফেলছেন না।

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই কোরবানির ব'র্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালে'ঞ্জিং। এ চ্যালে'ঞ্জ তখনই সার্থক হবে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে