সোমবার, ০৩ আগস্ট, ২০২০, ০৫:১২:৩৪

মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে

মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে

নিউজ ডেস্ক : সারাদেশে বৃষ্টিপাতের প্রব'ণতা বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার (০৪ আগস্ট) থেকে। এদিকে, মধ্যরাতে এক পশলা বৃষ্টির মুখ দেখেছে রাজধানীবাসী। তবে সকাল থেকেই কোন মেঘের দেখা পাওয়া যায়নি। রোদের কড়া তাপে পুড়ছে জনগণ।

এদিকে, সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দ'মকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভা'রী থেকে ভা'রী ব'র্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ৩৬ মিলিমিটার। এছাড়া সৈয়দপুরে ২৯ মিলিমিটার, ঢাকায় ২০ মিলিমিটার ও খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে