মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০, ০৮:৪৪:০৬

কোভিড মো'কাবেলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত হয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

কোভিড মো'কাবেলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত হয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘আমাদের মত একটি ঘনবসতিপূর্ণ দেশেও আক্রা'ন্ত বিবেচনায় কোভিড মৃ'ত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন। রোববার (৩ আগস্ট) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ইউরোপ, আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পাশ্ববর্তী দেশ ভারতও কোভিড সামলাতে হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রা'ন্তের পাশাপাশি মৃ'ত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে সনা'ক্ত বিবেচনায় মৃ'ত্যুহার এখন ১.৩১ শতাংশ। দিনে দিনে আক্রা'ন্ত হারও কমে যাচ্ছে। এই কুরবানী ঈদে আক্রা'ন্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলিয়ে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের হাতে রয়েছে।

ভ্যাকসিন পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিস্কারের পথেই রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছেন। ভ্যাকসিন আবিস্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে