বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ১০:১১:৩৫

অতীতের সব রেক'র্ড ভে'ঙে আবারো বাড়ল স্বর্ণের দাম

অতীতের সব রেক'র্ড ভে'ঙে আবারো বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মহামা'রী করোনার উদ্ভূত প'রিস্থিতির মধ্যেও দাম আকাশচু'ম্বি হওয়ার ১৩ দিনের মাথায় আবারও বেড়েছে স্বর্ণের দাম। দেশের বাজারে সব মানের স্বর্ণ প্রতি ভরিতে আরও ৪৪৩০ টাকা বেড়েছে; যা অতীতের সব রে'কর্ড ভে'ঙে দিয়েছে।

স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বুধবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজুস নির্ধারিত স্বর্ণের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম পড়বে ৭৭ হাজার ১৮৯ টাকা; যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৭২ হাজার ৭৮৩ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ কিনতে প্রতি ভরির দাম হবে ৭৪ হাজার ৪১ টাকা; যা বুধবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৬৩৪ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে