বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২০, ১১:৪৯:২০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হ'ত্যা; প্রদীপ, লিয়াকতসহ ৯ পুলিশের বিরু'দ্ধে গ্রে'প্তারি প'রোয়ানা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হ'ত্যা; প্রদীপ, লিয়াকতসহ ৯ পুলিশের বিরু'দ্ধে গ্রে'প্তারি প'রোয়ানা

নিউজ ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হ'ত্যার ঘটনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফ বাহারছড়া তদ'ন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রে'ফতারি প'রোয়ানা জা'রি করেছেন আদালত।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের কক্সবাজারে দায়ের করা মা'মলায় ওই নয় আসামির বিরু'দ্ধে গ্রেফ'তারি প'রোয়ানা জা'রি করা হয়।
এ ঘটনায় নয় পুলিশ সদস্যসহ ১৭ জনকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

বুধবার কক্সবাজারে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওসি প্রদীপ ও মো. লিয়াকতসহ নয়জনকে অভি'যুক্ত করে হ'ত্যা মা'মলা দা'য়ের করেন নিহ'ত সাবেক মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালত মা'মলাটি আ'মলে নিয়ে টেকনাফ থানার ওসিকে মা'মলাটি এফআইআর হিসাবে রুজু এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব-১৫) তদ'ন্তের নির্দেশ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে