শুক্রবার, ০৭ আগস্ট, ২০২০, ০৮:০০:২৩

মেজর সিনহা মামলায় কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মেজর সিনহা মামলায় কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ''মেজর সিনহা নিহ'ত হওয়ার ঘ'টনায় তদ'ন্ত কমিটির রিপোর্টে কক্সবজারের এসপির বি'রু'দ্ধে কোনো বিষয় থাকলে তার বি'রু'দ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'' আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''সিনহা রাশেদ নিহ'তের ঘ'টনা খুবই দুঃখজনক। এ ঘ'টনা তদ'ন্তে একটি তদ'ন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদ'ন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদ'ন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন। মেজর (অব.) সিনহা রাশেদ নিহ'তের ঘ'টনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।''

সিনহা রাশেদ নিহ'তের ঘ'টনায় এরইমধ্যে পুলিশ মহাপরিদর্শক এবং সেনাপ্রধান কক্সবাজার পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ''তদন্তে কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া গেলে তার বি'রু'দ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'' হাসপাতালে অ'ভিযা'ন পরিচালনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েই সব অ'ভিযা'ন পরিচালনা করতে হবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে