শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ১১:০৯:৩৩

সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে: র‌্যাব

সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে: র‌্যাব

নিউজ ডেস্ক : সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হ'ত্যা মামলায় সম্পূর্ণ প্রভা'বমুক্ত ও নিরপেক্ষভাবে তদ'ন্ত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

তিনি জানান, প্রদীপ কুমার দাশসহ ৯ আসামির মধ্যে ৭ জন আদালতের নির্দে'শে কারাগারে আছেন। তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদেরকে এরই মধ্যে পুলিশ থেকে বরখা'স্ত করা হয়েছে। র‌্যাব এখনো তাদের হেফাজতে নেয়নি। আশা করা যাচ্ছে, আগামীকাল (রোববার) তাদের র‌্যাব হেফাজতে নেয়া হবে।

কারাগার থেকে পর্যায়ক্রমে র‌্যাব-১৫ (কক্সবাজার) অধীন রিমান্ডে এনে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান আশিক বিল্লাহ। তিনি জানান, র‌্যাব সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে তদ'ন্তকাজ পরিচালনা করবে। এক প্রশ্নের জাবাবে তিনি জানান, মামলার অন্য দুই আসামির (টুটুল ও মোস্তফা) বিষয়ে আমরা খোঁ'জ-খবর নিচ্ছি।

তিনি জানান, মেজর (অব.) সিনহার বোন যে মামলা করেছেন এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী সিফাত। অপরদিকে পুলিশ যে মামলা করেছে সে মামলায় সিফাত একজন আসামি। তাদের খোয়া যাওয়া ল্যাপটপ, হার্ডডিস্ক ইত্যাদি উদ্ধারে র‌্যাবের তদ'ন্ত কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে