রবিবার, ০৯ আগস্ট, ২০২০, ০৭:৫২:১৯

ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক হলেও এ রক্ত দূষিত : ডা. জাফরুল্লাহ চৌধুরী

ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক হলেও এ রক্ত দূষিত : ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক : 'ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক'- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের জবাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। কিন্তু এ রক্ত তো দূ'ষি'ত র'ক্ত। 

জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ''দূ'ষি'ত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। দূ'ষি'ত রক্ত থেকে আমাদের মুক্তি দরকার।'' আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ভারত প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের মা'রলেও এ নিয়ে কোনো আওয়াজ নেই। অথচ নেপাল সরকার সংসদে ভারতের বি'রু'দ্ধে আইন করছে। ভারতের বি'রু'দ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নেই।  হাইকোর্টের রায় ছিলে, মন্দির যেমন হবে তার চেয়েও বড় করে অযোদ্ধায় মসজিদ করতে হবে। মন্দির তৈরি হলেও মসজিদ তৈরির কোনো আলামত নেই, এটাই হচ্ছে ভারত।

তিনি বলেন, অত্যন্ত দুঃখে আছি। সম্প্রতি ঈদ গেল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে ২৫ কোটি মানুষ তাদের নিজের ধর্ম পালন করতে পারেনি। তারা গরুর মাংস খেতে পারল না। চোখ অন্ধ ভারত ২৫ কোটি মুসলমানকে ধর্ম পালন করতে দিচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে