সোমবার, ১০ আগস্ট, ২০২০, ০৫:৪১:৪৯

যেভাবে মেজর সিনহা হ'ত্যার দৃশ্য'পটে ইলিয়াস কোবরা

যেভাবে মেজর সিনহা হ'ত্যার দৃশ্য'পটে ইলিয়াস কোবরা

নিউজ ডেস্ক : সিনহা রাশেদকে যেদিন (৩১ জুলাই) গু'লি করে হ'ত্যা করা হয় সেদিন চলচ্চিত্রে খ'ল চরিত্রের অভিনেতা ইলিয়াস কোবরার সঙ্গে বাহারছড়া তদ'ন্ত কেন্দ্রের পরিদ'র্শক লিয়াকত আলীর কয়েকবার ফোনে যো'গাযো'গ হয় বলে শোনা যাচ্ছে। ইলিয়াসের বাড়ি মেরিন ড্রাইভের পাশে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়ায়। 

ফেসবুকে প্রকা'শ পেয়েছে, ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ঘনি'ষ্ঠ ইলিয়াস কোবরা নিহ'ত সিনহা রাশেদকে আমন্ত্রণ করে তার বাড়িতে নিয়ে কা'লক্ষে'পণ করান। তার কাছ থেকে চলে যাওয়ার পর তার দেওয়া তথ্যেই অ'নুস'রণ করে সিনহাকে হ'ত্যা করা হয়। স্থানীয়দের অ'ভিযো'গ, নিজ ওয়ার্ডের মা'দক প্রতিরো'ধ কমিটির সভাপতি ইলিয়াস কোবরা ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের সঙ্গে ঘনি'ষ্ঠ ছিল।

এসব অ'ভিযো'গ অ'স্বী'কার করে ইলিয়াস কোবরা তাকে একটি স্প'র্শকা'তর মা'মলায় ফাঁ'সানোর অ'পচে'ষ্টা চলছে বলে দাবি করেন। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, ''আমি জানতামই না যে মেজর সিনহা নামে কেউ আছে। আমি জীবনে স্বপ্নেও তাকে দেখিনি। কেন জানি না এক সাংবাদিক এমন বড় একটি ঘ'ট'নার সঙ্গে আমার নাম জড়িয়ে কা'ল্প'নিক কথা লিখছে। আমি নিজেই মা'দ'কের বি'রু'দ্ধে কাজ করি। মসজিদ কমিটিতেও আছি। এসব কারণে এলাকার কিছু লোক আমার বি'রু'দ্ধে আছে।'' 

প্রশ্নের জবাবে ইলিয়াস কোবরা আরো বলেন, ''লিয়াকতের সঙ্গে আমার পরিচয় আছে। তার বাহারছড়া ত'দ'ন্ত কেন্দ্রটির মধ্যেই আমাদের এলাকা। মাঝেমধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়। সাবেক মেজরের মৃ'ত্যুর দিনও তার সঙ্গে কথা হয়েছে। আমার নামেই এখানে একটা বাজার আছে। সেখানে কমিটির অফিসে বসে ছিলাম। মোহাম্মদ নামে একজন সদস্য বলেন, একটি বস্তা পাওয়া গেছে। তখন লিয়াকত সাহেবকে ফোন করলে এসে নিয়ে যান। টেকনাফ থানার এসআই হাসান আমাদের সেই সদস্যকে নিয়ে গেছেন। তখন আমি তাকে বললাম, যিনি দেখে জানিয়েছে, তাকেই যদি নিয়ে যান তাহলে খবর দেবে কে? পরে দুবার ফোন দিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করি। তারা ছেলেটিকে ৫৪-এ চালান দেয়। সে গতকাল (শনিবার) জামিনে ছাড়া পেয়েছে।''

স্থানীয়রা বলছে, মিয়ানমারের রাখাইনের আদি নিবাস থেকে বাহারছড়ায় আসার পর বাংলা চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে নাম করেন ইলিয়াস কোবরা। প্রদীপ কুমার টেকনাফ থানার ওসি হিসেবে যোগ দেওয়ার পরই ইলিয়াস কোবরা বাহারছড়া ৯ নম্বর ওয়ার্ডের মা'দক নি'র্মূ'ল কমিটির সভাপতি মনোনীত হন। মেরিন ড্রাইভের পাশে নোয়াখালীপাড়ার পৈতৃক বসতিতে ''ইলিয়াস কোবরা বাজার'' নামে একটি বাজারও চালু করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে