মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১২:১৩:৫৩

শেষ র'ক্তবিন্দু থাকা পর্যন্ত বিচার চাইবেন শিপ্রা

শেষ র'ক্তবিন্দু থাকা পর্যন্ত বিচার চাইবেন শিপ্রা

নিউজ ডেস্ক : শেষ র'ক্তবি'ন্দু থাকা পর্যন্ত শিপ্রা দেবনাথ তার সঙ্গে ঘ'টে যাওয়া অ'ন্যা'য়ের বিচার চাইবেন। র‌্যাবের জিজ্ঞা'সাবা'দে এ কথা বলেছেন শিপ্রা দেবনাথ। আজ সোমবার র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

কক্সবাজারের রামু থানার মা'দকদ্র'ব্য নিয়'ন্ত্র'ণ আইনের মামলায় শিপ্রা জা'মিনে মু'ক্ত হয়েছেন গতকাল রোববার। শিপ্রাকে উ'দ্ধৃত করে র‌্যাবের মুখ'পাত্র আশিক বিল্লাহ বলেন, ''তিনি (শিপ্রা) বলেছেন, শেষ র'ক্তবি'ন্দু থাকা পর্যন্ত বিচার চান। তার সঙ্গে যে অ'ন্যা'য় হয়েছে, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ন্যা'য়বিচার চেয়ে যাবেন।''

র‌্যাবের মুখ'পাত্র জানান, সাহেদুল ইসলাম ওরফে সিফাতের সঙ্গে র‌্যাব কথা বলবে। শিপ্রা এবং সিফাতকে সব ধরনের নিরা'পত্তা দেবে র‌্যাব। র‌্যাবের তদ'ন্ত দল মনে করছে, সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দদুলাল র'ক্ষিতকে জি'জ্ঞাসা'বাদের আগে এ ঘ'টনার প্রত্য'ক্ষদ'র্শী ও সা'ক্ষী সিফাত ও শিপ্রার সঙ্গে বি'স্তারিত কথা বলা প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে মূল তিন অ'ভি'যু'ক্তকে রিমা'ন্ডে নিয়ে জিজ্ঞা'সাবা'দ করার কথা ছিল। সেটি করা হচ্ছে না। আশিক বিল্লাহ জানান, এর আগে পুলিশ সিনহা হ'ত্যাকা'ণ্ডের পর টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটিসহ যে তিনটি মামলা করেছিল, সেই মামলাগুলোর তদ'ন্তও র‌্যাব করবে। এ ব্যা'পারে আদালতের অনু'মতি পেয়েছেন তারা।''

তা ছাড়া মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের বোন শাহরিয়া শারমিন ফেরদৌসের করা মামলায় র‌্যাব আসামিদের ১০ দিন রিমা'ন্ডে নিতে পারবে বলে জানিয়েছিল র‌্যাবের অনু'রোধের পরিপ্রে'ক্ষিতে তদ'ন্তকালীন প্রয়োজনে অ'তিরি'ক্ত সময়ের জন্য আসামিদের রিমা'ন্ডে নেওয়া যাবে বলে জানিয়েছেন আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে