বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ০৭:১৭:১৪

ঘরে বসে জুম মিটিং করলেন এতেও আপ্যায়ন ব্যয়: প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর

ঘরে বসে জুম মিটিং করলেন এতেও আপ্যায়ন ব্যয়: প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর

নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ৩০ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সরকারের উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক বা বাড়াবাড়ি খরচসহ বেশকিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ৩০ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী। সভা শেষে দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সবাই একমত হয়েছি যে, করোনার জন্য নয়, অপ্রয়োজনীয় ব্যয় যেকোনো পরিস্থিতিতে আমাদের পরিহার করতে হবে। এটা অপরিহার্য।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনায় বাসায় বসে জুম মিটিং করলেন। এতে আপ্যায়ন ব্যয় করা লাগবে? প্রকল্পের আওতায় আপ্যায়ন ব্যয় আছে। তার মানে এই নয় যে অযৌ'ক্তিকভাবে ব্যয় করতে হবে। প্রকল্পের আওতায় অযৌ'ক্তিক আপ্যায়ন ব্যয় নিয়ে প্রধানমন্ত্রীও উ'দ্বি'গ্ন। তিনি বিভিন্ন সময় ক্ষো'ভ প্রকাশ করেছেন। আপনারা (সাংবাদিকরা) রিপোর্ট করেছেন। তবে সং'শ্লি'ষ্ট সবাই কথা দিয়েছেন, তাদের যেসব সুযোগ-সুবিধা, আ'ইনকা'নুন আছে, সেগুলো তারা প্রয়োগ করবেন।

তিনি বলেন, সব অর্থ সরকারের নয়, জনগণের। জনগণের অর্থ যদি অপচয় হয় বা বেশি করি এটা গ্রহণযোগ্য নয়। করোনা হোক বা না হোক, কোনো সময়ই জনগণের অর্থ নিয়ে নয়-ছয় করা যাবে না। সবাই স্বী'কার করি কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি আছে। ভু'ল হোক বা হিউম্যান ইরর হোক। কিন্তু বার বার একই ভু'ল গ্রহণযোগ্য নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে