বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ০৭:৫০:১৪

ধানমন্ডি-বনানী এলাকায় চলছে তল্লা'শি-ব্লক রে'ইড

ধানমন্ডি-বনানী এলাকায় চলছে তল্লা'শি-ব্লক রে'ইড

নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট থেকে (শনিবার) ধানমন্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থানের আশপাশের এলাকার সব আবাসিক হোটেল-গেস্ট হাউজ দুদিন বন্ধ থাকবে। এ ছাড়া সার্বিক নিরা'পত্তা নি'শ্চিতে বিভিন্ন এলাকায় পুলিশের তল্লা'শি, ব্ল'ক রে'ইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ডিএমপি জানায়, নিরা'পত্তা নি'শ্চিত করতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে মেটাল ডিটেকটর দিয়ে তল্লা'শি করা হবে।

সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। নিরা'পত্তা নি'শ্চিতের জন্য বিভিন্ন এলাকায় তল্লা'শি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহ'ত আছে। ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ভেন্যু কেন্দ্রিক অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম থেকে সা'র্বক্ষ'ণিক সিসিটিভি মনিটরিং করা হবে।

এতে বলা হয়, ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক নি'শ্ছি'দ্র নিরা'পত্তা নি'শ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। একইসঙ্গে অনুষ্ঠানস্থল ডগ স্কো'য়াড ও বো'ম ডি'সপো'জাল ইউনিট দিয়ে সুইপিং করা হবে। ধানমন্ডি লেকে মোতায়েন থাকবে নৌ পুলিশের টহল। 

১৫ আগস্টের অনুষ্ঠানকে ঘিরে ধানমন্ডি ৩২ কেন্দ্রিক নিরা'পত্তায় মোতায়েন থাকবে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স। প্রাথমিক চিকিৎসার জন্য দুই ভেন্যুতেই থাকবে মেডিক্যাল টিম। নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২০ পর্যন্ত ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান সংলগ্ন এলাকায় অবস্থিত হোটেল, গেস্ট হাউজ ব'ন্ধ থাকবে এবং মেসগুলোতে পুলিশের ন'জ'রদারি বাড়ানো হবে।

জাতীয় শোকদিবসের কর্মসূচিতে করোনাকালীন সং'ক্র'মণ রু'খতে সরকার নির্দে'শিত স্বাস্থ্যবিধি মেনে শৃ'ঙ্খ'লা ও নিরা'পত্তা নি'শ্চিত করতে সম্মানিত নগরবাসীর স'র্বা'ত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি। এদিকে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ধানমিন্ড ৩২ নম্বর এলাকায় গৃহীত নিরা'পত্তা ব্যবস্থা পরিদ'র্শন করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে