শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ১০:০২:২৬

অসমাপ্ত ইতি

অসমাপ্ত ইতি

       ,,,,,,,,রেজাউল করিম রেজা

শিরনাম তুমি, ভুমিকাও তুমি বিশ্বাসে তুমি উপমান,
নবঊষার হয়ে বঙে জন্ম তুমিই তো শেখ মুজিবর রহমান।

আযানের ডাকে মুসলিম যেমন মসজিদে হয় আ'গুয়ান, 
তোমার ডাকেও দিয়েছিল সারা বীর বাঙালি নওজোয়ান।

যু'দ্ধ জয় হয়েছিল তবুও বর্গীরা ছিলো বলিয়ান,
সাধারণ ক্ষমার উদারতা দিয়ে  জীবন করেছ বলিদান। 

স্মরণের মাঝে স্মরণীয় তুমি বরণেও আছো  বরেণ্য, 
স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলেছি পাপের হয়েছে অরণ্য।

আজো খুঁ'জে ফিরি তোমার ভাষণে তোমার শাসনের মান, 
কৃষকের চোখে আ'র্তের মুখে হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে