শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১২:৪৩:৩৫

বাঙালির সবচেয়ে বেদ'নার দিন আজ

বাঙালির সবচেয়ে বেদ'নার দিন আজ

নিউজ ডেস্ক: আজ ১৫ই আগস্ট, জাতির শো'কের দিন।বাঙালির সবচেয়ে বেদনার দিন আজ, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে ক'ল'ঙ্কে'রও। যে মহান পুরুষ বাঙালি জাতিকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, ১৯৭৫ সালের এই দিন ভোরে তাঁকেই সপরিবারে হ'ত্যা করেন একদল বিপ'থগা'মী সেনা সদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হ'ত্যার মধ্য দিয়ে তাঁরা শুধু বাঙালি জাতিকেই ক'লঙ্কি'ত করেননি, বা'ধাগ্র'স্ত করেছিলেন ‘সোনার বাংলা’ গ'ড়ার স্ব'প্নকেও।

সেদিন রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে ঘা'ত'করা বঙ্গবন্ধুকে ছা'ড়াও তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, একমাত্র ভাই শেখ আবু নাসের, জ্যেষ্ঠ ছেলে বীর মু'ক্তিযো'দ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মেজ ছেলে বীর মু'ক্তিযো'দ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হ'ত্যা করেন। 

এ ছাড়া বঙ্গবন্ধুর ভাগ্নে মু'ক্তিযু'দ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি ও তাঁর অ'ন্তঃস'ত্ত্বা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকা'ন্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নি'রাপ'ত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ আরো বেশ কয়েকজনকে সেদিন হ'ত্যা করেন ঘা'ত'করা। তবে সেই সময় বিদেশে থাকায় প্রা'ণে বেঁ'চে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। দা'য়মু'ক্তি অ'ধ্যা'দেশের মাধ্যমে বঙ্গবন্ধুর আ'ত্মস্বী'কৃ'ত খু'নিদের বি'চা'রের স'ম্মু'খীন হওয়া থেকে রে'হা'ই দেওয়া হয়েছিল।

দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃ'ত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বি'চারের উ'দ্যো'গ নেয়। বিচা'রিক কাজ শেষে ২০১০ সালে আদালতের রায় অ'নুসা'রে পাঁচ আসামির ফাঁ'সি কা'র্যক'র করা হয়। চ'লতি বছরের এপ্রিলে কা'র্যক'র হয়েছে আরো এক খু'নির ফাঁ'সি। তবে দ'ণ্ডপ্রা'প্ত পাঁচ খু'নি এখনো প'লাত'ক রয়েছেন।

দিবসটি আজ নানা ক'র্মসূ'চির মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে পা'লন করা হবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সং'গঠন নানা ক'র্মসূ'চি হা'তে নিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বা'ণী দিয়েছেন।

বাসস জানিয়েছে, বা'ণীতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঘা'ত'কচ'ক্র বঙ্গবন্ধুকে হ'ত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃ'ত্যু ঘ'টা'তে পারেনি।’ প্রধানমন্ত্রী স্বাধীন'তাবি'রো'ধী সা'ম্প্র'দা'য়িক গো'ষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবি'রো'ধী চ'ক্রের যেকোনো অ'পত'ত্প'র'তা ঐ'ক্যব'দ্ধভাবে মো'কা'বেলা করার জন্য সবাইকে প্রস্তু'ত থাকার আহ্বান জানিয়েছেন। 

ঘা'ত'করা বঙ্গবন্ধুকে হ'ত্যার মধ্য দিয়ে এ দেশকে পাকিস্তানি ধা'রায় ফি'রিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই চে'ষ্টা সফল হয়নি। বাংলাদেশের অ'গ্রগ'তিকে তাঁরা সাময়িক বা'ধাগ্র'স্ত করতে পারলেও পরে আবারও ঘু'রে দাঁ'ড়িয়েছে। এখন বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এ বছর বাঙালি জাতি কৃত'জ্ঞচি'ত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবা'র্ষি'কী ‘মুজিববর্ষ’ পালন করছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে