শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ০১:১৫:৩৯

জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল : রাষ্ট্রপতি

জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃ'শং'সভাবে হ'ত্যা করার পর তৎ'কা'লীন সাম'রি'ক শা'স'ক জিয়াউর রহমান মন্ত্রী হওয়ার জন্য আমাকে প্র'স্তা'ব দিয়েছিল।

জাতীয় শো'ক দিবস উপলক্ষ্যে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনে দেয়া রে'ক'র্ডকৃ'ত এক সাক্ষা'তকারে বঙ্গবন্ধুর কথা স্ম'রণ করে রাষ্ট্রপতি বলেন, কর্নেল মাহফুজুর রহমানের মাধ্যমে জিয়া আমাকে মন্ত্রী হওয়ার জন্য প্র'স্তা'ব দিয়েছিল। আমি যদি প্র'স্তাবে রাজি না হই তাহলে একই সময়ে সে আমাকে ২৫ বছর জে'লে রাখার হু'ম'কি দিয়েছিল।

জিয়াউর রহমানের প্র'স্তা'বের উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আমি ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু হ'ত্যার প্র'তি'বাদ করি। ব'ক্তৃ'তায় আমি বলেছিলাম, হি'ট'লার-মু'সোলি'নি থেকে শুরু করে কোনো স্বৈ'রাচা'রই টি'কেনি, এ দেশেও স্বৈ'রা'চা'র টি'কবে না। এসময় তিনি জে'লখা'নায় দু'র্বি'সহ ক'ষ্টের ই'ঙ্গি'ত দেন।

তৎ'কালীন ছাত্র নেতা ও তরুণ সংসদ সদস্য হামিদ আরো বলেন, এই অ'পরা'ধেই বো'ধহয় কিছুদিন পর আমি গ্রে'ফতার হই। জে'লখা'নার ভেতরেই জিয়াউর রহমান তার সাম'রিক সচিব কর্নেল মাহফুজুর রহমানের মাধ্যমে মন্ত্রী হওয়ার প্র'স্তা'ব পা'ঠান। বলা হয়েছিল, প্র'স্তা'বটি না মানলে ২৫ বছর জে'লে থাকতে হবে। বঙ্গবন্ধুর র'ক্তের সঙ্গে বে'ইমা'নি করতে পারিনি বলে সেই প্র'স্তা'ব ফি'রি'য়ে দিই। জীবনভর বঙ্গবন্ধুর সৈ'নি'ক হিসেবে তার আদর্শ আঁ'ক'ড়ে ধ'রেই থাকতে চেয়েছি।

রাষ্ট্র প্রধান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শা'হাদা'ত বার্ষি'কীতে আমি তাঁর স্মৃ'তির প্রতি বিন'ম্র শ্র'দ্ধা জানাচ্ছি। আমি শো'কাহ'ত চি'ত্তে আরো শ্র'দ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর সহধ'র্মি'ণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ শহি'দদের প্রতি যাঁরা ১৯৭৫ সালের এ দিনে মু'ক্তিযু'দ্ধ ও স্বাধী'নতাবিরো'ধী ষ'ড়য'ন্ত্রকা'রীদের প্র'ত্য'ক্ষ ও প'রো'ক্ষ ম'দ'দে ঘা'ত'কচ'ক্রের হাতে শা'হাদা'ত ব'র'ণ করেছিলেন। ১৫ আগস্ট জাতির ইতি'হাসে একটি ক'ল'ঙ্কজ'নক অ'ধ্যা'য়। - বাসস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে