সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫:০১

ভিপি নুর আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করেন : ঢাবি ছাত্রী

ভিপি নুর আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করেন : ঢাবি ছাত্রী

নিউজ ডেস্ক : ঢাবি শিক্ষার্থীর করা ধ'র্ষ'ণের মা'মলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রে'ফ'তার করেছে পুলিশ। অ'ভিযো'গে ওই ছাত্রী উল্লেখ করেছেন, ''হাসান আল মামুন আমার ডিপা'র্টমে'ন্টের বড় ভাই। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সুবাদে তার সঙ্গে আমার পরিচয় হয় ২০১৮ সালের ২৯ জুলাই।

নিজ বিভাগের সিনিয়র হওয়ায় ব্যক্তিগত সম্পর্কের একপ'র্যা'য়ে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধা'রাবা'হিকতায় আমার সঙ্গে তার বিভিন্ন সময়ে ম্যাসে'ঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক'থোপক'থন হয়। সেখানে আমাকে শা'রী'রিক সম্পর্কের ই'ঙ্গি'ত দেওয়া হয়। গত ৩ জানুয়ারি দুপুরে হাসান আল মামুন আমাকে তার রাজধানীর নবাবগঞ্জ, মসজিদ রোড, ১০৪ নম্বর বাসায় যেতে বলে। সেখানে আমাকে বিয়ের প্র'লো'ভন দেখিয়ে ধ'র্ষ'ণ করে সে।''

অভি'যো'গে তিনি বলেন, ''ঘ'ট'নার পর ৪ জানুয়ারি আমি অসু'স্থ হয়ে পড়ি। ১২ জানুয়ারি আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মামুনের বন্ধু সোহাগের মাধ্যমে। হাসপাতালে ভর্তি থাকা অ'ব'স্থায় আমি ক্যাম্পাস রি'পো'র্টারদের সঙ্গে যো'গাযো'গ করতে চাইলে মামুন ও সোহাগ তা হতে দেয়নি। এর আগে মামুনকে বিয়ের জন্য চা'প দিলে সে রা'জি হয়, কিন্তু আমি অসু'স্থ হওয়ার পর সে নানা টা'লবা'হা'না শু'রু করে।''

অ'ভিযো'গে ওই ছাত্রী বলেন, ''উ'পা'য় না দেখে ২০ জুন বিষয়টি ভিপি নুরকে জানাই। সে বলে মামুন আমার স'হযো'দ্ধা। তার সঙ্গে বসে একটা সুব্য'ব'স্থা করে দেবো। এরপর ২৪ জুন মী'মাং'সার আ'শ্বা'স দিয়ে তিনি আমার সঙ্গে নীলক্ষে'তে দেখা করতে আসেন। কিন্তু মী'মাং'সার বিষয়টি এ'ড়িয়ে আমাকে এ বিষয়ে বা'ড়াবা'ড়ি করতে নি'ষে'ধ করেন। আমি যদি বা'ড়াবা'ড়ি করি তাহলে তার ভ'ক্তদের দিয়ে ফেসবুকে আমার নামে উ'ল্টাপা'ল্টা পোস্ট করাবে এবং আমাকে প'তি'তা বলে প্র'চা'র করবে বলে হু'ম'কি দেয়। এরপর আমি শা'রী'রিক ও মা'নসি'কভাবে অসু'স্থ থাকায় এবং আত্মীয়-স্ব'জনদের সঙ্গে কথা বলে মা'ম'লা করতে বি'ল'ম্ব হয়েছে বলেও জানান ওই ছাত্রী।

মা'মলার ব্যা'পা'রে পুলিশের লালবাগ জো'নের সহকারী কমিশনার কে এম রায় নিয়তি বলেন, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরের বি'রু'দ্ধে ধ'র্ষ'ণ মা'ম'লা করেছেন। আমরা বিষয়টি ত'দ'ন্ত করে দেখছি। মা'মলার অপর চার আসামি হলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ও মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। মা'ম'লায় প্রধান আ'সা'মি করা হয়েছে হাসান আল মামুনকে, আর অন্যদের বি'রু'দ্ধে ধ'র্ষ'ণে সহা'য়তার অ'ভিযো'গ আনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে