মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৫:৩৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত হওয়ার সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত হওয়ার সুখবর

নিউজ ডেস্ক : সুখবর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড-১৪ ও প্রশিক্ষণবিহীন গ্রেড-১৫ থেকে উন্নীত করে গ্রেড-১৩ করে নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বি'জ্ঞপ্তিতে এ ত'থ্য জানানো হয়।

বিজ্ঞ'প্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের নির্ধারিত বেতন ভাতা আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে এই সফটওয়্যারটি আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগগিরই সম্পন্ন হবে। আপগ্রেডেশন শেষে শিক্ষকদের উন্নীত গ্রেডে বেতন নির্ধারণ করা যাবে।

বিজ্ঞ'প্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে ‘আইবাস++’ এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। যে কারণে বেতন প্রদানে সাময়িক স'মস্যা দেখা দিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে