বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৮:৪৪

হাসপাতালগুলো মানুষের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষার নামে ডা'কাতি করছে: মেয়র আতিক

হাসপাতালগুলো মানুষের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষার নামে ডা'কাতি করছে: মেয়র আতিক

নিউজ ডেস্ক : হাসপাতালগুলো চিকিৎসা ও পরীক্ষার নামে মানুষের কাছ থেকে ''ডা'কাতির মত'' পয়সা নিচ্ছে মন্তব্য করে ক্ষো'ভ ঝেরেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বেশি টাকা নিলেও নিজেদের চিকিৎসাব'র্জ্য ঠিকমত ব্যবস্থাপনা করছে না জানিয়ে শিগ'গিরই তাদের বি'রু'দ্ধে সমন্বিত অ'ভিযা'ন শুরুর তা'গিদ দেন তিনি।

সারা দেশের চিকিৎসা ব'র্জ্যের নিরা'পদ ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এ কথা বলেন আতিক। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসও উপস্থিত ছিলেন। মেয়র আতিক বলেন, বিভিন্ন হাসপাতাল যেভাবে মানুষ থেকে ডা'কাতির মাধ্যমে, ডাকাতির মতন করে... তারা পয়সা নিচ্ছে। হাসপাতালে ঢোকার আগে পয়সা দিতে হচ্ছে।... জমিজমা বেইচ্যা হাসপাতালের বিল প'রিশো'ধ করতে হচ্ছে।

বিভিন্ন হাসপাতালের বিল নিয়ে অস'ন্তো'ষ প্র'কা'শ করে মেয়র বলেন, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা করছে বিভিন্ন হাসপাতাল। চেকআপের বিল কিন্তু অনেক বেশি। আপনি একটা চে'কআ'প করতে দেন- ইউরিন চে'কআ'প করেন, ব্লা'ড চে'কআ'প করেন, কথায় কথায় চে'কআ'প হচ্ছে ভালো কথা, কিন্তু তাদের যে বিল, তাদের যে হাসপাতালের বিল, তাদের বিভিন্ন পরীক্ষার যে বিল এটি সম্পূর্ণ একটি ডা'কা'তির মতন কিন্তু, এটি হতে পারে না।

হাসপাতালগুলো বিভিন্ন সেবার বি'প'রীতে বেশি বিল আদায় করলেও নিজেদের চিকিৎসাব'র্জ্যগুলো ঠিকমত ব্যবস্থাপনা করছে না বলে ক্ষোভ জানান মেয়র আতিক। তিনি বলেন, তারা বিল নেবে কিন্তু তাদের ব'র্জ্যগুলো কি ঠিকমত ফেলছে? তারা তাদের ব'র্জ্যগুলো ঠিকমত ফেলছে না, এটি মনিটরিং করা হচ্ছে না। যত্রতত্রভাবে তারা তাদের ব'র্জ্যগুলোকে ফেলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে