বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ০৪:৩৮:০৮

প্রত্যেক গাড়িচালকের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য : প্রধানমন্ত্রী

প্রত্যেক গাড়িচালকের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মা'দকাস'ক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধে চালকদের ডোপ টেস্ট করানোর ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উদযাপনের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যু'ক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী নিরা'পদ সড়ক নিশ্চিতে জনসাধারণকে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের আহ্বান জানিয়ে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন এ সময়।চালকদের ডোপ টেস্ট করানোর প্রতি গুরুত্ব দিয়ে সরকারপ্রধান বলেন, যারা গাড়ি চালাচ্ছেন, তারা মা'দক সেবন করেন কিনা সেদিকে ন'জর রেখে তাদের ডোপ টেস্ট করা হবে। 

প্রত্যেকটি ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। সেটি নিশ্চিত করতে হবে। এ সময় চালকদের ওভারটেক করার প্রব'ণতাও বন্ধের আহ্বান জানান তিনি। পথচারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা শুধু ড্রাইভারদের কথা বলি, ড্রাইভারদের দো'ষ দিই। পথচারীদেরও সচেতন থাকতে হবে।  

প্রধানমন্ত্রী বলেন, ''আমরা মুখে খুব বলে টলে যাই, কিন্তু কাজের বেলা আমরা কী দেখি? পাশেই ফুটওভার ব্রিজ, রাস্তার মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছে। একটা গাড়ি আসছে একটু হাত দেখিয়েই হাঁটা দিল। এটি একটি যান্ত্রিক ব্যাপার। ব্রেক ক'ষলেও সেটি থামতে কিন্তু কিছু সময় লাগে। হাত দেখালেই থেমে যেতে পারে না। সে কথাটায় সবাইকে সচেতন করতে হবে। সেটি প্রচার করতে হবে, বলতেও হবে, মানুষকে জানাতে হবে।''

গাড়িচালকদের দো'ষ দেয়ার প্রব'ণতার কথা তুলে ধ'রে সরকারপ্রধান বলেন, কেন ড্রাইভারকে দোষ দেব? দোষ তো ওই মায়ের, যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে বা আরেকজন বাবা দেখলাম বুকের মধ্যে বাচ্চাকে নিয়ে যেখানে রাস্তায় গ্রিল দেয়া… গ্রিলের ওপরে শার্প ইয়ে দেয়া, সেটি পার হয়ে যাচ্ছে। একটু পা পিছলালে ওই শার্প নেইলটাতে বাচ্চা একদম ফুটো হয়ে যাবে।

তিনি বলেন, কাকে দোষ দেবে? সড়কের দোষ, সরকারের দোষ, আন্দোলন হবে সরকারের বি'রু'দ্ধে, সরকারের পদত্যা'গ চাইবে; কিন্তু দো'ষটা কার সেটি আর দেখবে না। এসব বিষয়ে নাগরিক সচেতনতা আমাদের দেশে খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি।

চালকদের প্রয়োজনীয় বিশ্রাম নি'শ্চিত করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ''প্রাইভেট সেক্টর বা সরকারি... সবাইকে বলব আপনারা যদি স্পট ঠিক করে রাখেন, এই ড্রাইভারটা এত মাইল চলবে, তার পর সে সেখানে বিশ্রাম নেবে। ওখানে অলটারনেটিভ ড্রাইভার থাকবে। এইভাবে যদি আমরা ব্যবস্থা করতে পারি আমাদের দুর্ঘ'টনা আরও কমে যাবে।''

প্রধানমন্ত্রী জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান। তিনি দুর্ঘ'টনার শি'কার হলে বা কোনো দুর্ঘ'টনা ঘ'টলে চালকদের লা'ঞ্ছিত করা বা যানবাহনে হা'মলা চালানোর মান'সিকতা ব'র্জ'ন করার জন্য আহ্বান জানান। কারণ এটি অনেক ক্ষেত্রেই আরও দুর্ঘ'টনার কারণ হয়ে দাঁড়ায়।

চালকদের ওপর হাত না তোলার অনুরোধ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ গাড়িচালকদের আ'ক্র'মণ করবেন না। যদি ড্রাইভারের দো'ষ হয়, আইন আছে। আইন তার ব্যবস্থা নেবে। কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। এই আইন হাতে তুলে নেয়ার কারণে অনেক মানুষ কিন্তু মা'রা যায়। নিরা'পদ সড়ক নিয়ে যারা আ'ন্দো'লন করেন, তাদের এ ব্যাপারে জনসচেতনতা তৈরির আহ্বানও জানান তিনি।

সরকার ৬০০ নতুন বাস, ৫০০ নতুন ট্রাক বিআরটিসিতে সংযো'জনের পাশাপাশি ৬২৯টি দোতলা বাস এবং ২৮৭টি এসি বাসের মাধ্যমে নাগরিকদের সুবিধা নি'শ্চিত করছে বলেও উল্লেখ করেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে