বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ০৮:৩১:২৪

ধ'র্ষ'ণ রো'ধে ৬ দফায় ইসলামী দলগুলোর বিক্ষো'ভ

ধ'র্ষ'ণ রো'ধে ৬ দফায় ইসলামী দলগুলোর বিক্ষো'ভ

নিউজ ডেস্ক : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পুলিশ হেফাজতে ও সীমান্তে বিএসএফ কর্তৃক মানুষ হ'ত্যার প্রতি'বাদে এবং জি'না-ব্য'ভিচার ও ধ'র্ষ'ণ রোধে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষো'ভ সমাবেশ করেছে সমমনা ইসলামী দলসমুহ। বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষো'ভ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও সমমনা ইসলামী দলসমূহের সমন্বয়ক আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, বিএসএফের নির্বি'চার বাংলাদেশী খু'নের বিরুদ্ধে সরকারিভাবে কার্যকর পদক্ষে'পতো দূরের কথা, মৌখিক ক'ড়া প্রতি'বাদ জানাতেও আমরা দেখছি না। এটা গভীর বেদ'নাদা'য়ক, লজ্জার ও নি'ন্দ'নীয়। সরকারের দু'র্ব'ল জনসমর্থন এবং ভারত নত'জানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ এমন দুঃসা'হস দেখাচ্ছে। ভারতীয় বিএসএফ কর্তৃক সীমান্ত হ'ত্যা ব'ন্ধ করতে হবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আ'পসকা'মিতা চলবে না।

তিনি বলেন, ''শুধু আইন করলেই হবে না, ধ'র্ষ'ণ ও যেনা-ব্যা'ভিচার বন্ধ করতে হলে এগুলোর উৎস ব'ন্ধ করতে হবে। গোড়া রেখে ডাল-পালা কাটলে বৃক্ষ যেমন সমূলে ধ্বং'স করা যায় না, ধ'র্ষণের উৎস ব'ন্ধ না করে মৃ'ত্যুদ'ন্ডের আইন দিয়ে ধ'র্ষ'ণ ব'ন্ধ করা যাবে না।

পুলিশি হেফাজতে সিলেটের রায়হান হ'ত্যাকা'ণ্ড প্রসঙ্গে আল্লামা কাসেমী বলেন, হ'ত্যার ঘ'টনাকে ধা'মাচা'পা দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। এটা যে পুলিশি হ'ত্যাকা'ণ্ড ছিল, তা দিবালোকের ন্যায় স্পষ্ট। সুতরাং দো'ষী পুলিশ সদস্যদের কঠিন শা'স্তি কার্যকর করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আমির আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোহাম্মদ ঈশা সাহেদী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক, খেলাফত আন্দোলনের নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল্লাহ হাসান প্রমূখ।

এদিকে সচেতন উলামা কেরাম উত্তরা অঞ্চলের উদ্যোগে নোয়াখালীতে বিব'স্ত্র করে নারীর ওপর ব'র্ব'র নির্যা'তন, এসসি কলেজসহ দেশব্যাপী সকল ধ'র্ষ'ণ ও বিনা বিচারে হ'ত্যার ঘ'টনার প্রতি'বাদে এবং দো'ষীদের দৃ'ষ্টা'ন্তমূলক শা'স্তির দাবিতে বিক্ষো'ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উত্তরা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ড. মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল করিম ও মাওলানা আজিম উদ্দীন প্রমূখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে