মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ০৪:৩১:৫৩

লকডাউন নয়, কড়াকড়ি আরোপ করা হবে : ওবায়দুল কাদের

লকডাউন নয়, কড়াকড়ি আরোপ করা হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : শীত মৌসুমের শুরুতেই কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা ভাবছে সরকার। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পর আরও কিছু বিষয়ে কড়াকড়ি আরোপের করা হবে। এমনটিই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিয়ে  তিনি কাদের বলেন, পুরো লকডাউন আসলে সম্ভব নয়, পাকিস্তান তো পারেনি, ভারতও পারছে না। মাস্ক ব্যবহারটা একেবারেই বাধ্যতামূলক করা হয়েছে। যারা মাস্ক পড়বে না, জরিমানা দিতে হবে এ বিষয়টা এখন স্পষ্ট, পরিষ্কার। 

ওবায়দুল কাদের বলেন, ''রোজ রোজ করোনা সংক্রমণ বাড়ছে, কাজেই এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছেন। কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার না করার বিরুদ্ধে।''

ফ্রি স্টাইলে ঘোরাফেরা সহ্য করা হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কিছু কিছু ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ করতে হয় সেটাও করতে হবে। কড়াকড়ড়িটা থাকবে, এটাই সিদ্ধান্তে। ফ্রি স্টাইল, মানে মাস্ক না লাগিয়ে ঘুরে বেড়ানো, এ শহরের যে প্রবণতা সেটি মানা হবে না। এসব ব্যাপারে কড়াকড়ি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে