মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ০৭:৩৬:২৮

রাজধানীতে অভিযান শুরু, মাস্ক না থাকলেই জরিমানা

রাজধানীতে অভিযান শুরু, মাস্ক না থাকলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুসারে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযানে মাস্ক না পড়ার দায়ে অনেককেই জরিমানা করা হয়েছে। শিগগিরই মাস্ক পরা বাধ্য করতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কারওরানবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরা ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের বেশ কয়েকজনকে ১শ' থেকে দু'শ টাকা করে জরিমানা করা হয়। এদিন কারওয়ানবাজার এলাকায় মোট ১২ টি মামলায় ১৯'শ টাকা জরিমানা করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কে সচেতন করা হয়। অসচেতনতাই মাস্ক না পড়ার কারণ বলে জানান অভিযুক্তরা। এদিকে, যে কোন সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, করোনা নিয়ন্ত্রণে শিগগিরই আরো কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে