শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ১০:৩৫:২৬

সত্য-মিথ্যার লড়াইয়ে গণমাধ্যমকে অবশ্যই সত্যের পক্ষে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

সত্য-মিথ্যার লড়াইয়ে গণমাধ্যমকে অবশ্যই সত্যের পক্ষে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশকপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৮ জন গুণী ব্যক্তিকে পত্রিকার লেখক সুহৃদ সম্মাননা দেয়া হয়। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। 

তিনি বলেন, সংবাদপত্র অবশ্যই নিরপেক্ষতা রেখে তাদের সংবাদ প্রচার করবে। এটি খুব জরুরি। তবে যেসব ক্ষেত্রে আমাদের দেশের স্বাধীনতা ও স্বাধীনতার চেতনা জড়িত রয়েছে, সেখানে নিরপেক্ষতা নয়, সেখানে অবশ্যই স্বাধীনতার পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে লিখতে হবে। আমাদের জানা দরকার, কোথায় আমরা নিরপেক্ষ থাকব এবং কোথায় আমরা একটি পক্ষের সঙ্গে থাকব। যেখানে সত্য-মিথ্যার লড়াই সেখানে আমরা অবশ্যই সত্যের পক্ষে থাকব। 

চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে