মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৯:০৭

ধর্মের নামে অপব্যাখ্যাকারীদের সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ধর্মের নামে অপব্যাখ্যাকারীদের সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা ইতিহাস-ঐতিহ্যের ওপর আঘাত হানতে চায়, তাদের কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে মিরপুর বাংলা কলেজে বঙ্গবন্ধু এবং বদ্ধভূমির স্মৃতি ফলক ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময়, ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সব ধর্মের মানুষ যার যার মতো করে ধর্ম পালন করবে। শান্তি বজায় রাখবে। তাতে কোনো বাধা নেই, দিতেও পারবে না। কিন্তু ধর্মের নামে কোনো অপব্যাখা বা ইতিহাস নষ্টের পায়তারা করলে তা সহ্য করা হবে না। 

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা যে পরিকল্পনাই গ্রহণ করেন তারা (বিরোধীদল) বলেন উচ্চাভিলাষী পরিকল্পনা। উচ্চাভিলাষী হওয়া দোষ নয় যদি সেই উচ্চাভিলাষ পূরণ করা যায়। শেখ হাসিনা সরকার প্রতিটি পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। কিন্তু একটি চক্র বারবার ইসলামের অব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে, এগিয়ে যাবার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তাদের উদ্দেশ্য ভিন্ন। এদের হতে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আমরা কারিগরি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষার ইমপ্রুভমেন্ট অন্তত ৫০ ভাগে নিয়ে যেতে হবে। আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর বাংলাদেশে সব শিক্ষার্থী মানসম্মত শিক্ষার মাধ্যমে বিশ্ব নাগরিকে পরিণত হবে। শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে