শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩০:৫৫

সবার জন্য করোনা ভ্যাকসিন সহজলভ্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

সবার জন্য করোনা ভ্যাকসিন সহজলভ্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : সবার জন্য করোনা ভ্যাকসিন সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশনে প্রাক রেকর্ডকৃত ভাষণে তিনি এ আহ্বান জানান।

এসময় তিন দফা প্রস্তাব তুলেন ধরেন তিনি। এর মধ্যে মানসম্পন্ন কোভিড-১৯ ভ্যাকসিনের সর্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করা, স্থানীয়ভাবে উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং মহামারি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আর্থিক সহায়তা প্রদান। কোভিড-১৯ ভ্যাকসিনকে বৈশ্বিক জনপণ্য বিবেচনা করার আহ্বান জানান তিনি।

জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর বর্তমান চেয়ার আজারবাইজান এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনের এ বিশেষ অধিবেশন ডেকেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে